দেশে এখন
0

রাঙামাটির কাপ্তাইয়ে পুড়ল ৮ দোকান, ক্ষতি ৩০ লাখ

রাঙামাটির কাপ্তাই বড়ইছড়ি বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৮ দোকান ও ১টি সিএনজি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) ভোর চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এসময় কাপ্তাই থানা পুলিশ স্থানীয় বাসিন্দারা অগ্নিনির্বাপণে অংশ নেন। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে একটি ঔষধের দোকান (ফার্মেসি, একটি গাড়ির ওয়ার্কশপ ও চাকার দোকান, একটি চা দোকান, দুইটি কম্পিউটার দোকান, একটি টেইলার্স, একটি মুদি দোকান, একটি আসবাবপত্রের দোকান ও পার্কিংয়ে রাখা সিএনজি অটোরিকশা (কক্সবাজার-থ, ১১-০৩১৩) রয়েছে। 

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৮টি দোকান ও ১টি সিএনজি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছি। তবে প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর