ড. শেখ আব্দুর রশিদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
আগামী ১৪ অক্টোবর থেকে দু'বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় ড. শেখ আব্দুর রশিদকে।
এর আগে অবসরে যাওয়া শেখ আব্দুর রশিদকে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছিল।