দুর্গোৎসব ঘিরে নরসিংদীর মণ্ডপে শেষ সময়ের প্রস্তুতি

.
দেশে এখন
0

দুর্গোৎসব ঘিরে নরসিংদীর মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবছর জেলায় মণ্ডপ তৈরিতে খরচ হচ্ছে প্রায় ২৫ কোটি টাকা। এছাড়া মণ্ডপ বানাতে কর্মসংস্থান হয়েছে অন্তত ৫ হাজার মানুষের।

হাতুড়ি, তারকাটা আর করাতের শব্দে জানান দিচ্ছে ব্যস্ততার। ক'দিন বাদেই মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শেষ সময়ে মণ্ডপ তৈরির ব্যস্ততায় দিন রাত এক করছেন কারিগররা। রায়পুরা, মনোহরদীসহ জেলার ৬ উপজেলায় ৩ শ' ৩০ টি মণ্ডপ তৈরি হচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগররা দৈনিক মজুরি পাচ্ছেন ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত। এবছর মণ্ডপের কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হওয়ায় এই মুহূর্তে কাজ বেড়েছে কয়েক গুণ।

গতবছরের তুলনায় এবছর মণ্ডপ প্রতি বাজেট কমেছে গড়ে ৫ শতাংশ। প্রতিটি মণ্ডপ তৈরিতে ব্যয় হচ্ছে ৫ থেকে ৩০ লাখ টাকা। মণ্ডপ কর্তৃপক্ষের দাবি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের।

চলতি বছর দেবী দুর্গা এসেছেন এসেছেন দোলায় চড়ে, ফিরবেন ঘোটকে। পূজা চলাকালীন মণ্ডপগুলোতে ৩ স্তরের নিরাপত্তা দেয়ার পরিকল্পনার কথা জানালেন পুলিশ সুপার। জেলার ৩৩০ টি পূজা মণ্ডপ ঘিরে এবছর কর্মসংস্থান হয়েছে অন্তত ৫ হাজার মানুষের।

এএইচ