পুলিশ জানায়, আজ (রোববার, ২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলায় দুজন ও ছাতকে একজন এবং শনিবার জামালগঞ্জে বজ্রপাতে একজন নিহত হন। হাওরে মাছ ধরার সময় তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন।
দোয়ারবাজারে নিহতদের মধ্যে রয়েছেন মো. জালাল মিয়া (৩০) ও মো. জসিম উদ্দিন (২৮)। সকালে বাড়ির পাশের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ছাতক মল্লিকপুর গ্রামের পাশের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে সুন্দর আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বৃষ্টির মধ্যে বোয়ালীয়া হাওরে মাছ ধরতে যান সুন্দর আলী। মাছ ধরার কিছুক্ষণের মধ্যে বৃষ্টির তীব্রতা বাড়লে হঠাৎ বজ্রপাতে সুন্দর আলী আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।'
এছাড়া শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া ঘটনাস্থলেই মারা যান।