দেশে এখন
0

সীমান্তে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্য আটক

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) সকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনায় তাকে আটক করা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম জানান, ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিজিবির চাঁন্দেরহাট ক্যাম্পের কাছে বিএসএফ সদস্য উৎপল কুমার দাসকে আটক করেছেন তারা।

ওই বিএসএফ সদস্য সীমান্তের মেইন ৩৩৪ নম্বর পিলার/সাব পিলার ৬ এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়েছিল। এ সময় চাঁন্দেরহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেছে।

এসময় বিএসএফ সদস্য পোষাকে থাকলেও নিরস্ত্র ছিল। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে তুলে দিতে প্রক্রিয়া চলছে।

এসএস