তিনি বলেন, 'আপনারা যারা তরুণ তারা বিভিন্ন বাহিনীসহ বিভিন্ন জায়গায় ভূমিকা রাখতে পারবেন। এজন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রবাসসহ দেশে যেসব জায়গায় কর্মের সুযোগ আছে সেগুলো আমরা আমাদের কাঠামোতে নিয়ে আসবো। পরে আপনার সক্ষমতা, যোগ্যতা ও মেধা অনুযায়ী সে সুযোগগুলো কাজে লাগাতে পারবেন।'
সাজ্জাদ মাহমুদ বলেন, 'কেউ যদি উদ্যোক্তা হতে চায় সেটাও সম্ভব। কারণ আমাদের নিজস্ব ব্যাংকিং কাঠামো আছে। যদি আপনি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, নিজের সক্ষমতা প্রমাণ করতে পারেন তাহলে সে জায়গায় আমরা আপনাদেরকে সহযোগিতা করবো।'
এসময় উপস্থিত ছিলেন বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মুহাম্মদ সাজ্জাদুর রহমান, মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন।
১০ দিনব্যাপি এই মৌলিক প্রশিক্ষণে ৩২ জন ছেলে ও ৩২ জন মেয়েসহ মোট ৬৪ জন অংশ নিয়েছেন।