দেশে এখন
1

ক্ষমতার পালা বদলের জন্য জনগণ বিপ্লব করেনি: উপদেষ্টা আসিফ

রাজশাহী

ক্ষমতার পালা বদলের জন্য জনগণ বিপ্লব করেনি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আজ (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষমতার পালা বদলের জন্য নয় বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ বিপ্লব করেছে। তাই জনগণের মত করেই সংস্কার কাজ চলছে।’

এসময় উপদেষ্টা আরো বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।’ দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এর আগে রাজশাহীর তেরখাদিয়ার ১১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন তিনি।

এই সম্পর্কিত অন্যান্য খবর