দেশে এখন
0

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

কুমিল্লার বুড়িচং উপজেলার প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। আজ (রোববার, ১৫ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন দরগা বাড়ির সামনে এ সহায়তা দেয়া হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও বসতভিটে হারানো মানুষের মাঝে ধানের চারা ও ঢেউটিন বিতরণ করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় ৮০জন কৃষকের মাঝে বি আর২২ ও কাটারিভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয়। এছাড়া তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

পরে ইছাপুরা ও বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘর নির্মাণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর