দেশে এখন
1

সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে অতিষ্ঠ নগরবাসী

রাজধানীর সড়কে নিয়ম ভাঙার মহোৎসবে মেতেছে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। যে কারণে যানজটে অতিষ্ঠ নগরবাসী। নিয়মকানুন না মেনে অলিগলি ও প্রধান সড়কেও তাদের অবাধ চলাচল দিন থেকে রাত অবধি।

নগরীজুড়ে মাঝ রাস্তা দিয়েই চলছে ব্যাটারিচালিত এ রিকশা। কিছু কিছু সড়কে ট্রাফিক পুলিশ সদস্যদের এ বিষয়ে বিশেষ কোনো ভূমিকা বা পদক্ষেপ নিতে দেখা যায়নি।

ট্রাফিকের দায়িত্ব থাকা একাধিক সদস্যরা বলছেন, আইন মানতে চান না অটোরিকশার চালকরা। এদিকে এই কারণে রাজধানীর শাহবাগ, গুলিস্তান, মতিঝিল, টিকাটুলি ও গেন্ডারিয়াসহ অধিকাংশ এলাকায় দিনে কিংবা রাতে সড়কের যানজট কমছে না।

আবার কোথাও কোথাও একবার যানজট লেগে গেলে তা ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও কমছে না। এ অবস্থায় ঢাকার সড়কে চলাচলকারীদের রীতিমতো নাভিশ্বাস উঠছে।

নগরবাসীরা বলছেন, যত্রতত্র পার্কিং, উল্টোপথে গাড়ি চালানো ও সিগন্যাল অমান্য করে আগে যেতে চাওয়াসহ বিভিন্ন কারণে নিয়ম ভঙ্গ করছেন এ চালকেরা। যে কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

এদিকে যানজট নিয়ন্ত্রণ করে সড়কপথে গণমানুষের ভোগান্তি কমাতে ১১ দফা সুপারিশ প্রস্তাব করেছে যাত্রী অধিকার আন্দোলন। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) সংগঠনের আহ্বায়ক কেফায়েত উল্লাহ শাকিল ও যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ সুপারিশ জানানো হয়।

এই সুপারিশে প্রথম দফাতেই বলা হয়েছে, রাজধানীর প্রধান সড়কে রিকশা, অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করতে হবে। বিশেষ করে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ ও কম গতির এসব বাহন প্রধান সড়ক অতিক্রম করবে না। তারা এলাকাভিত্তিক বাইপাস সড়ক, সাইড সড়ক, গলিপথ ও যেসব সড়কে বাস চলাচল করে না সেখানে চলাচল করবে। তবে এক্ষেত্রে রিকশা বা অটোরিকশার চালকরা নিজেদের মধ্যে যাত্রী ভাড়ার টাকা শেয়ারিং করতে পারেন। দূরত্ব অনুযায়ী ভাড়া নেবেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর