দেশে এখন
0

প্রধান নির্বাচন কমিশনারসহ ইসি'র সব কমিশনারদের পদত্যাগ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনের (ইসি) সব কমিশনাররা পদত্যাগ করেছেন। আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন কাজী হাবিবুল আউয়াল।

তবে বিদায়ী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও আনিসুর রহমান।

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে সিইসি বলেন, '২০২৪ সালের নির্বাচন একদলীয় নির্বাচন, এজন্যই সরকারের প্রভাবিত করার প্রয়োজন হয়নি।'

২০২৪ সালের নির্বাচন দলীয়ভাবে অংশগ্রহণমূলক হয়নি বলেও জানান হাবিবুল আউয়াল। বলেন, 'এই নির্বাচন বিতর্কিত হয়েছে, এবং সেটা যৌক্তিক।'

ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের কাছে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন সিইসিসহ অন্য নির্বাচন কমিশনাররা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এই কমিশনের পদত্যাগের আলোচনা চাউড় হতে থাকে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পরের দিনই পদত্যাগ করতেও চেয়েছিলেন তারা। কিন্তু তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে থাকে আউয়াল কমিশন।

অবশ্য বুধবার থেকেই অনেকটা গা ছাড়া ভাব নিয়ে অফিস করছেন নির্বাচন কমিশনাররা। এমনকি একজন কমিশনার ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে কয়েকদিন আগেই বিদায় নিয়েছেন বলে জানা গেছে।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন করে নিয়োগ দেয়া হয় আউয়াল কমিশনকে। সাবেক আমলা কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এই কমিশন দায়িত্ব নেয়ার পর থেকেই নানা বিষয়ে আলোচনার সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে আইন সংশোধন করে ইসির ক্ষমতা খর্ব করা, সাংবাদিকদের দায়িত্বপালনে বিধিনিষেধ চাপিয়ে দেয়াসহ নানা অভিযোগ রয়েছে এই কমিশনের বিরুদ্ধে।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর