দেশে এখন
0

১১ দফা দাবিতে বিক্ষোভের জেরে সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানা বন্ধ

পোশাক কারখানায় নারী শ্রমিক নিয়োগ কমানো, ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, শ্রমিক নিয়োগ, আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াসহ ১১ দফা দাবিতে হওয়া বিক্ষোভের জেরে আজ (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে।

এই এলাকার পলাশবাড়ী, আশুলিয়া, বাইপাইলের অধিকাংশ পোশাক কারখানা নিরাপত্তাজনিত কারণে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিক্ষোভকারি পোশাক শ্রমিকেরা জানান, বেশিরভাগ কারখানার নারী শ্রমিক নিয়োগে সংখ্যাধিক্যের অবসান চান তারা।

একইসাথে দৈনিক হাজিরা বোনাস, বৈষম্য দূরীকরণ, উর্ধ্বতন কর্তৃপক্ষের বাজে ব্যবহারসহ ১১ দফা দাবিতে গতকাল আন্দোলন করেছেন হাজারের বেশি শ্রমিক।

বিক্ষোভ মিছিল থেকে কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তাই জান-মালের নিরাপত্তায় অনেক কারখানার সামনে টাঙানো হয়েছে কারখানা বন্ধের নোটিশ।

এদিকে, সাভার-আশুলিয়া এলাকার কারখানার নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

tech