তবে ১০টার পর থেকে নগদ টাকা, খাবার স্যালাইন, কাপড়, শুকনো ও ভাড়ি খাবার, খেজুর, পানি, নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক পণ্যসহ সব ধরণের খাবার ও প্রয়োজনীয় পণ্য নিয়ে হাজির হতে থাকেন রাজধানীর বিভিন্ন এলাকার নানা বয়সী মানুষ।
প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও আসে সহায়তা। টিএসসিতে জায়গায় সংকুলান না হলে পরবর্তী সময়ে শারিরীক শিক্ষা কেন্দ্রে পণ্য নেয়া হয়।
পঞ্চম দিনেও দেখা গেছে টিএসসির ভেতরে শুকনো খাবারের স্তুপ। গত ২২ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চার দিনে নগদ টাকা সংগ্রহ হয়েছে ৫ কোটি ২৩ লাখ টাকা।