দেশে এখন
0

সিএমএইচে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে আহত ছাত্রদের চিকিৎসা

সারা দেশে গত ১৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে সিএমএইচে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।

আজ ( শনিবার, ২৪ আগস্ট) আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচ সহ দেশের অন্যান্য সিএমএইচে সর্বমোট ৫১০ জন আহত ছাত্র চিকিৎসা সেবা নিচ্ছেন। ২৪৬ জন আহত ছাত্র সিএমএইচে চিকিৎসাধীন আছেন ও বাকি ছাত্র চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে তৎপর আছে।_ আইএসপিআর

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর