অপরাধ ও আদালত
দেশে এখন
0

গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় কাদের-ইনু-শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার, ১৯ আগস্ট) লালবাগ থানায় এ মামলা করা হয়।

মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জুসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়।

গত ১৮ জুলাই কোটা আন্দোলনে গিয়ে রাজধানীর আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান কলেজ শিক্ষার্থী সাইফুল্লাহ। ঘটনার এক মাস পর সাইফুল্লাহর বাবা লালবাগ থানায় মামলা করতে যান। কিন্তু সেখানে যাওয়ার পর শুরু হয় নানা নাটকীয়তা। অভিযোগ ওঠে মামলা না নেওয়ার।

জানা গেছে, সাইফুল্লাহ হত্যা মামলার আবেদন নিতে দেরি করায় থানা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এর ১২ ঘণ্টারও বেশি সময় পর আবেদন গ্রহণ করে পুলিশ।

প্রসঙ্গত আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর শরীরে ৭১টি গুলি লাগে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

tech