পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতে নগরীর ভদ্রা এলাকায় রাত্রিকালীন নিরাপত্তায় স্বেচ্ছায় টহলরত শিক্ষার্থীদের একটি দল এই টাকা উদ্ধার করে।
শিক্ষার্থীরা জানায়, রাতের টহল শেষে স্থানীয় মাউ-ছাত্রাবাসের গলি ধরে বাসায় ফিরছিলেন তারা। এসময় পরিত্যক্ত একটা বাজারের ব্যাগ দেখেন। সন্দেহ হলে যাচাই করতে গিয়ে সেখানে ব্যাগ ভর্তি টাকার বান্ডেল এবং দুই ইঞ্চি আকারের একটি সোনালী রং এর কাপ পান তারা।
পরে শিক্ষার্থীদের টহল দলটি ব্যাগভর্তি টাকা নিয়ে নিকটস্থ বোয়ালিয়া থানায় আসেন। সেখানে পুলিশ, সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকা গণনা করা হয়।
এসময় ব্যাগে ১৭ লাখ ৯২ হাজার টাকা ও দুই ইঞ্চি আকারের একটি সোনালী কাপ পাওয়া যায়। পুলিশ ও বিভাগীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত টাকা ও সোনালী কাপটি পরীক্ষা-নিরীক্ষা করে আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।
একই সাথে এই টাকার উৎস নিয়ে তদন্ত করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এসময় এতোগুলো টাকা পুলিশের কাছে জমা দেবার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন প্রশাসনের ঊর্ধ্বর্তন কর্মকর্তারা।