আজ (শনিবার, ১৭ আগস্ট) বিকেলে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষা ব্যানারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রাথমিক শিক্ষার সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করে ৯ দফা দাবি তুলে ধরেন।
এসময় তারা বলেন, প্রাথমিক শিক্ষা ক্যাডার ঘোষণা করে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকদের বৈষম্যপূর্ণ নিয়োগ বিধি বাতিল, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রশাসন ক্যাডার মুক্তসহ প্রাথমিক শিক্ষার সকল প্রকল্পের অপচয় ও দুর্নীতির হিসাব উচ্চ পর্যায়ের কমিটি করে জবাবদিহিতার দাবি তুলে ধরেন।