তারা বলেন, নারী অধিকার রক্ষায় সব ধরনের আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত না হলে সমাজে নারী নির্যাতন বন্ধ হবে না। পরে তারা মশাল মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেন।
এ সময় সব ধরনের নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। নারীরা বলছেন, নারী নির্যাতনের বিচার হয় না বলেই, সমাজে প্রতিনিয়ত ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটছে। এর সমাধান করতে হলে বিচার নিশ্চিতের পাশাপাশি শৈশব থেকেই নারীকে সম্মান দিতে যথাযথ শিক্ষা নিশ্চিত করতে হবে।
এসময় কলকাতায় নারী চিকিৎসক হত্যারও বিচারের দাবি জানান তারা।