দেশে এখন
0

মুনিয়া ও তনু হত্যাসহ অন্যান্য নারী নির্যাতনের বিচারের দাবি

বিচারহীনতার কারণেই গত ১৫ বছরে আলোচিত মুনিয়া ও তনু হত্যাসহ অসংখ্য নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে মনে করেন নারী আন্দোলন কর্মীদের। তাই এবার এসব বিচার কার্যকর করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন নারীরা। শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয়ে এসব দাবি করেন তারা।

তারা বলেন, নারী অধিকার রক্ষায় সব ধরনের আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত না হলে সমাজে নারী নির্যাতন বন্ধ হবে না। পরে তারা মশাল মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেন।

এ সময় সব ধরনের নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। নারীরা বলছেন, নারী নির্যাতনের বিচার হয় না বলেই, সমাজে প্রতিনিয়ত ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটছে। এর সমাধান করতে হলে বিচার নিশ্চিতের পাশাপাশি শৈশব থেকেই নারীকে সম্মান দিতে যথাযথ শিক্ষা নিশ্চিত করতে হবে।

এসময় কলকাতায় নারী চিকিৎসক হত্যারও বিচারের দাবি জানান তারা।

tech