দেশে এখন
0

আদালতে যে রূপে দেখা গেলো সালমান এফ রহমান ও আনিসুল হককে

আদালত চত্বরে এমন চিত্র সচারচর দেখা যায় না। আসামি দু’জন। একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আরেকজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। শত শত পুলিশের উপস্থিতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থায় আওয়ামী লীগের দুই হেভিওয়েটকে নিয়ে আসা হলো রাজধানীর সদরঘাটের সিএমএম আদালতে।

আজ (বুধবার, ১৪ আগস্ট) সন্ধ্যায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় দু'জনকে আসামি করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী উপস্থিত থাকলেও দুই আসামির পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে নেয়ার আগেই ওই এলাকায় নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশের ভ্যানে করে তাদের নিয়ে আসার জন্য আসামিদের বুলেট প্রুফ ভেস্ট পরানো হয়। দু'জনের মাথায় ছিলো হেলমেট। সালমান এফ রহমানের মুখে দেখা যায়নি তার চিরাচরিত শুভ্র দাঁড়ি। দু’জনের মুখচ্ছবিতে ফুটে ওঠে বিপর্যস্ত ভাব।

সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে তোলার সময় আইনজীবীরা বিক্ষোভ করেন। এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন আইনজীবীরা। কঠোর নিরাপত্তায় তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। সেখানে পাশাপাশিই ছিলেন এই দুই আওয়ামী লীগ হেভিওয়েট।

এর আগে গতকাল (মঙ্গলবার, ১৩ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় সালমান এফ রহমান ক্লিন সেভড, পরনে পুরোনো লুঙ্গি, গায়ে ঢিলেঢালা পোলো টিশার্ট। একদমই সাদামাটা বেশে পুলিশের হাতে আটক হন তিনি।

গ্রেপ্তারের সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দেখা যায় সাধারণের বেশে। পরনে লুঙ্গি এবং গায়ে পোলো টিশার্ট। তারা দু’জনই একসঙ্গে বসে ছিলেন নৌকায়। অনেকটা ছদ্মবেশে ছিলেন তারা।

গ্রেপ্তারের পর থেকেই আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি হেফাজতে ছিলেন। সেখান থেকেই আজ তাদের সিএমএম আদালতে নেয়া হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর