শফিকুল আলম বলেন, ‘ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে। সেখানে দেখা যাচ্ছে যে ভারতের ৫৫ শতাংশ চান তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। আবার একটি নির্দিষ্ট সংখ্যক চাচ্ছেন যে তাকে অন্যদেশে দিতে। মাত্র ১৬ না ১৭ শতাংশ ভারতীয় চাচ্ছেন যে সে ইন্ডিয়াতে থাকুক।’
তিনি বলেন, ‘মানবতার বিরুদ্ধে তার অপরাধ নিয়ে জাতিসংঘের রিপোর্টের পর ব্যাপক চাপ তৈরি হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করা। শেখ হাসিনার ডিক্টেটরশিপের চিত্র ফুটে উঠেছে জাতিসংঘের প্রতিবেদনে।'
প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে প্রেস সচিব বলেন, 'সংযুক্ত আরব আমিরাতে সঙ্গে ভিসা প্রসেসিং ও ব্যবসা বাণিজ্য নিয়ে সিরিয়াসলি আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। যতদ্রুত সম্ভব সংযুক্ত আরব আমিরাত শ্রমিকদের নেয়া শুরু করবে বলে প্রত্যাশা করেন তিনি।'
তিনি বলেন, 'আইসিটি মন্ত্রণালয়ের অনিয়মের বিষয়ে শ্বেতপত্র তৈরিতে কাজ করছে সরকার। ডিজিটালাইজেশনের নামে কীভাবে কোথায় দুর্নীতি হয়েছে, সব বিষয়ে তদন্ত করা হবে। একটি কমিটি গঠন করা হবে তারা দু-মাসে মধ্যে ডিটেইলস দিবে।'
বর্তমান সরকার বৈশ্বিকভাবে বাংলাদেশের ইমেজ বাড়ানোর চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার প্রতিটি বিদেশ সফর ও ইভেন্টে যোগদানের প্রধান উদ্দেশ্যই বাংলাদেশকে তুলে ধরা বলেও জানান তিনি।