দেশে এখন
0

যখন তারেক রহমান মনে করবেন তখনই দেশে আসবেন: মির্জা ফখরুল

আগামী ২৪ ঘণ্টার মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, যখন তারেক রহমান মনে করবেন তখনই তিনি দেশে ফিরে আসবেন।

আজ (মঙ্গলবার, ৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'জনগণের বিজয়ের মধ্য দিয়ে সাধারণ মানুষের দায়িত্ব আরো বেড়ে গেছে। সকল মানুষকে আরো দায়িত্বশীল হতে হবে।'

যারা সহিংসতা ও জ্বালাও পোড়াও করছে, তাদের প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব।

এছাড়া সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গণমাধ্যমে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, 'এখনো যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করছে দয়া করে এটি বন্ধ করুন। যারা করছে তারা আন্দোলনের লোক নন, তারাই এই আন্দোলনের বিরোধিতা করেছে।'

মির্জা ফখরুল বলেন, 'দেশে আসার জন্য তারেক রহমানকে অনুরোধ জানানো হয়েছে। যখনই তিনি মনে করবেন দেশে ফিরবেন তখনই দেশে আসবেন।'

বেগম খালেদা জিয়া সবাইকে শান্ত থাকার বার্তা এবং এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বলে জানান বিএনপি মহাসচিব।

tech