এ সময় তারা ৯ দফার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। গণমিছিল থেকে শিক্ষার্থীরা আটক সহপাঠীদের মুক্তি, হয়রানি বন্ধ ও হত্যার বিচার দাবি করেন।
জুমার নামাজের পর দুপুর ২টার দিকে সায়েন্সল্যাব মোড়ের বায়তুল মা’মুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। তবে সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।
মিছিলটি কিছুক্ষণ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে। সেখান থেকে মিছিল নিয়ে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গিয়ে কয়েক মিনিট স্লোগান দেন আন্দোলনকারীরা।
গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে, সাইয়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে ও মিরপুর সড়কে পুলিশ এবং এলিফ্যান্ট রোডে বিজিবি সদস্যদের অবস্থান দেখা যায়।