দেশে এখন
0

আহতদের খোঁজ নিতে প্রধানমন্ত্রীর কুর্মিটোলা ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নিতে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালও পরিদর্শন করেন।

আজ (বুধবার, ৩১ জুলাই) বিকেলে মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে যান সরকারপ্রধান। সেখানে তিনি রোগীদের চিকিৎসার সবশেষ খোঁজ নেন।

এ সময় আহতদের খোঁজ-খবর নেন সরকারপ্রধান। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকেল ৫টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খবর নেয়ার পর তাদের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

আঘাতের তীব্রতা দেখে ও হামলার নৃশংসতার কথা শুনে প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এছাড়া গত কয়েকদিনে প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেন।