দেশে এখন
0

‘জামায়াতকে নিষিদ্ধের বিষয়ে আইনি দিক ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে’

সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশজুড়ে শোক পালন করছে সরকার। এরঅংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কালো ব্যাজ ধারণ করেছেন। এদিকে আওয়ামী লীগের যৌথসভায় দোয়া-মোনাজাত শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'জামায়াত যেন ভবিষ্যতে আর রাজনীতি না করতে পারে- সেজন্য নিষিদ্ধের বিষয়ে আইনি দিক ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।'

পহেলা জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর মাঝপথে সহিংসতায় রুপ নেয় আন্দোলন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্যমতে, মৃতের সংখ্যা ১৫০ জন।

সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী একদিনের শোক পালন করছে সরকার। এর অংশ হিসেবে মঙ্গলবার সারাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কালো ব্যাজ ধারণ করেন। সচিবালয়ে বিভিন্ন দপ্তরে কালো ব্যাজ ধারণ করে অফিস করেন কর্মকর্তা-কর্মচারীরা।

শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরাও। আজ (মঙ্গলবার, ৩০ জুলাই) সকালে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর, জেলা ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের যৌথসভায় শোক পালনের বিষয়টি স্পষ্ট করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা রাষ্ট্রীয় নয়, সরকারিভাবে শোক পালন।’

তিনি আরও বলেন, যারা নিহত হয়েছে তাদের স্মরণে আজ সারা বাংলাদেশে সরকারিভাবে কালো ব্যাজ ধারণ করে শোক পালনের সিদ্ধান্ত হয়েছে। 

সভার শুরুতেই নিহতদের স্মরণে দোয়া মোনাজাতে অংশ নেন নেতারা। পরে ওবায়দুল কাদের বলেন, ‘জামায়াত যেন আর রাজনীতির সুযোগ না পায়- সেজন্য আইনি দিক ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধে ১৪ দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। সাধারণ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’ 

এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনায় মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর