ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ জরুরি সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদুল্লাহ্ হল থেকে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের পাশাপাশি অস্ত্র ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হলো। সেই সাথে সকল অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। যদি কোনো বহিরাগতকে হলে পাওয়া যায়, তাহলে হল প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।
এতে আরও বলা হয়, হলের সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কোনো রাজনৈতিক সংগঠন কতৃর্ক যেকোনো ধরনের হয়রানি কিংবা হামলার বিষয়ে হল প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া হলে কোনো ধরনের গণরুম বা গেস্টরুম প্রথা থাকবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫ জুলাই ঢাবির সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারীদেরকে হল থেকে বহিষ্কার করা হবে বলেও জানানো হয়। —প্রেস বিজ্ঞপ্তি