আজ (বুধবার, ১৭ জুলাই) ঢাকা জেলা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি, জামাত আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগের ওপর হামলা করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের গভীর রাতে হল থেকে বের করে দিয়েছে। এইসব মেনে নেওয়া যায় না। আমাদের নেতাকর্মীরা এর প্রতিরোধ গড়ে তুলবে।’
এই আন্দোলন বিএনপি রাজনৈতিক উদ্দেশে হাসিলের জন্য সাধারণ শিক্ষার্থীদের উস্কানী দিয়েছে বলে জানান তিনি।
তিনি জানিয়েছেন, বিএনপি ছাত্রদলকে হামলার নির্দেশ দিয়েছে, শিক্ষার্থীদের আবেগ, অনুভূতিকে কাজে লাগিয়ে আবারো বিএনপি তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবির পক্ষে আছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কিছু বিবেচনায় রেখেছেন। শিক্ষার্থীদের অনুরোধ করবো যাতে আদালতে রায়ের অপেক্ষা করে। কোনো উস্কানিতে পা দিবেন না। আমরা তরুণদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।’
এইসময় শিক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধ করে বলেন, ‘আপনাদের সন্তানকে আন্দোলন থেকে বিরত রাখুন।’