দেশে এখন
0

সাতক্ষীরায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ২টি কারখানা সিলগালা

সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় নিষিদ্ধ ২টি পলিথিন ফ্যাক্টরিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোসের অভিযানে দুই জনের কারাদণ্ড ও ২টি পলিথিন তৈরির মেশিনসহ ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের অদূরে বিনেরাপোতা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ পলিথিন উৎপাদন, প্রক্রিয়াকরণ, বাজারজাত করে। এরূপ তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, বিজিবি’র পক্ষে ৩৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান, অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, 'অভিযান পরিচালনাকালে ২টি ফ্যাক্টরিতে তল্লাশি করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬(ক) লক্ষণ করায় ধারা ১৫ (১) মোতাবেক মো. ফজলুর রহমানকে ১৫ দিন ও আ. রাজ্জাককে এক মাসের বিনাশ্রম দণ্ডে দণ্ডিত করে সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।' 

এছাড়া ২টি কারখানা থেকে পলিথিন তৈরির কাঁচামাল ১৪ বস্তা পিপি প্যাকেট, ১২৮ বস্তা পিপি দানা, ২টি পলিথিন তৈরির মেশিনসহ কারখানা সিলগালা করা হয়েছে।

ইএ