আজ (শনিবার, ১৩ জুলাই) বিকেলে কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণায় সংবাদ সম্মেলনে এসব কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলাম আন্দোলনকারীদের পক্ষে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে, দাবি না মেনে নেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন। কর্মসূচিতে ভিন্নতা আসবে, দাবি মেনে না নিলে বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’
আগামীকাল জরুরি অধিবেশন ডেকে কোটা বাতিলের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আর ঢাকার বাইরের শিক্ষার্থীরা ডিসি বরাবর পদযাত্রা করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি দেবেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগামীকাল সকাল ১১টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে গণপদযাত্রা হবে। সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কার করতে রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি দেয়া হবে।’