দেশে এখন
0

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ১

রাঙামাটির লংগদুতে বজ্রপাতের আলাদা ঘটনায় গৃহবধূসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় কাপ্তাই লেকে নিখোঁজ রয়েছেন এক বোটের চালক। লংগদু থানার ওসি হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার (১৫ জুন) বিকেলে মাইনী বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মিনা বাজার এলাকায় ইঞ্জিন চালিত বোটে বজ্রপাত হয়। এতে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার ভাসান্যদম ইউনিয়নের জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০), বাচ্চু মিয়া (৩০)। এঘটনায় বোট চালক আক্কাস আলী নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কাজ চলছে।

প্রায় একই সময়ে লংগদুর করল্যাছড়ির চেয়ারম্যান টিলা এলাকায় নিজের বসত ঘরের বারান্দায় বজ্রপাতে নিহত হন রিনা বেগম নামের ৩৫ বছর বয়সী এক নারী।

এসএসএস