ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী ২১ জুন দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সফরের সময় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
আশা করা হচ্ছে, বৈঠকে দুই শীর্ষ নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তাসহ ভারতের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু বৈঠকে তুলে ধরার সম্ভাবনা রয়েছে।
এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে বলে জানা যায়।
গত শনিবার (৮ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে যান। যদিও ওই সফরে ভারত-বাংলাদেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি হয়নি।