দেশে এখন
0

ওমরাহ প্যাকেজের মূল্য কমিয়েছে সৌদির বিভিন্ন হজ এজেন্সি

একদিকে এজেন্সির আধিক্য, অন্যদিকে নিম্নমুখী যাত্রী সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে ওমরাহ প্যাকেজের মূল্য কমাতে বাধ্য হয়েছে সৌদি আরবের বিভিন্ন হজ এজেন্সি। বছরের শেষের এই সময়টাতে মুনাফার বদলে এজেন্সিগুলোকে মুসুল্লিদের সেবা দিতে দেখা যাচ্ছে।

মুসলিমদের জন্য অন্যতম পবিত্র শহর মক্কা। হজের পাশাপাশি ওমরাহ পালনের জন্য প্রায় সারাবছরই শহরটিতে থাকে দেশ বিদেশের ইসলাম ধর্মাবলম্বীদের আনাগোনা। যদিও বছরের শেষ সময়টাতে একেবারে কমে গেছে ওমরাহ যাত্রীর সংখ্যা। এমন পরিস্থিতিতে ওমরাহ প্যাকেজের অর্থ কমানোর মাধ্যমে প্রতিযোগিতা বেড়েছে এজেন্সিগুলোর মধ্যে।

রাজধানী রিয়াদে শুধু বাথা শহরেই রয়েছে দুই শতাধিক ওমরাহ এজেন্সি। আগে তিন দিনের ওমরাহ প্যাকেজের মূল্য ছিল ১৩০ রিয়ালের মধ্যে। বর্তমানে যা নেমে এসেছে ১০০ রিয়ালের নিচে। অন্যদিকে পাঁচ দিনের প্যাকেজের মূল্য প্রায় ৪০ রিয়াল কমে দাঁড়িয়েছে প্রায় ১৬০ রিয়ালে। যাত্রীর তুলনায় এজেন্সির সংখ্যা বেশি হওয়ায় মূল্য কমিয়ে আনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হজ এজেন্সিতে কাজ করা এক বাংলাদেশি বলেন, 'এখন বর্তমানে ওমরাহ এর যাত্রী একটু কম। কারণ এখন বর্তমানে ঠান্ডা চলছে। ইনশাআল্লাহ আগামী রমজান মাসে আশা করি কাস্টমার বাড়বে। আর আমাদের প্রধান লক্ষ্যই হলো সেবা দেয়া।'

অন্য এক এজেন্সিতে কাজ করা বাংলাদেশি বলেন, 'বর্তমানে হজ এজেন্সি অফিস বেশি হওয়ার কারণে লোকজন হয়, কিন্তু রেট কম। তিনদিনে ১০০ রিয়ালে কষ্ট হয়ে যায়, আবার ৯০ রিয়ালের ওপর বলে না।'

আগে প্রতিদিন গড়ে ১০০টি বাস ওমরাহ যাত্রীদের নিয়ে ছেড়ে যেতো রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও আল খারিজসহ বিভিন্ন শহর থেকে। বর্তমানে এই সংখ্যা নেমেছে ২০টিরও নিচে। এতে করে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের সেবা দেয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ব্যবসায়ীরা। রমজানের ভরা মৌসুমে এই সংকট কাটিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে অধিকাংশ হজ এজেন্সি।

এসএস