দেশে এখন
0

চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন এক পাইলট। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট। আজ (বৃহস্পতিবার, ৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর ১টি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (০৯ মে) আনুমানিক সকাল ১০ টা ২৫ মিনিটে চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়ন করে। প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনাকবলিত হয় বিমানটি। এসময় বিমানের দুই পাইলট উইং কমান্ডার মোঃ সোহান হাসান খাঁন, পিএসসি এবং স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন।

বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কোয়াড্রন লিডার আসীম জাওয়াদ। ছবি: সংগৃহীত

এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকসন্তপ্ত পরিবাররের প্রতি সমবেদনা জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

দুর্ঘটনাকবলিত বিমানটি উদ্ধারে কাজ চলছে।

আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানটিতে আগুন ধরে গেলে বড় ধরনের ক্ষতি এড়াতে পাইলটরা অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে বিমানটিকে বিমান বন্দরের নিকট অবস্থিত ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন।

বিমান বাহিনী প্রধান এর নির্দেশ অনুযায়ী দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসএস