ধর্মমন্ত্রী বলেন, 'যাদের ভিসা হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। প্রতিবছরেই হজযাত্রীরা যায়। একেক সময় একেক ইস্যু নিয়ে সমস্যার সৃষ্টি হয়। আমরা সেগুলো মাথায় রেখে প্রস্তুতি নিয়েছি। যাতে এবার হজযাত্রীদের সমস্যা না হয়। অতীতের চেয়ে এবারের প্রস্তুতিটাকে ভিন্ন করতে আমরা চেষ্টা করছি।'
পর্যায়ক্রমে ভিসা হবে বলেও ধর্মমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ তথ্য নিশ্চিত করেছে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।