শিক্ষা
দেশে এখন
0

শনিবার বন্ধ থাকবে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম: প্রাথমিক ও গণশিক্ষা সচিব

শনিবার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। ক্লাস নেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই কর্মকর্তা। আজ (রোববার, ২৮ এপ্রিল) এখন টিভিকে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব।

তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান চালু বিষয়ে গত ২৫ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আজ (২৮ এপ্রিল) স্কুল খোলা ও পাঠদান কার্যক্রমে ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাপপ্রবাহ ও অন্যান্য কারণে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি তৈরি হয়েছে। এটি পূরণ ও নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন মাধ্যমিক পর্যায়ে শনিবার ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রাথমিক পর্যায়ে ক্লাস চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সে হিসেবে আগামী শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকছে প্রাথমিক বিদ্যালয়ে।

এ বিষয়ে জানতে চাইলে এখন টিভিকে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান বিষয় নিয়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শনিবারে বন্ধই থাকছে। শনিবারে ক্লাস নেওয়ার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।’

প্রসঙ্গত, ঈদের ছুটি এবং তাপপ্রবাহের কারণে পরবর্তীতে দেওয়া ছুটি শেষে আজ সারাদেশের স্কুল-কলেজ খুলেছে। এদিন সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজেও আজ শুরু হয়েছে ক্লাস। তবে ক্লাস চললেও শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ রয়েছে অ্যাসেম্বলি।

ইএ