বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিদ্ধান্তগুলো হলো, আগামীকাল রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮ থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯.৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
এর আগে রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, এমনটি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চলমান দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমের যেসব কাজ কক্ষের বাইরে করতে হয় এবং তাপের সংস্পর্শে আসতে হয়, সেসব কাজ সীমিত থাকবে।
এছাড়া গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশের বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, সারাদেশে তাপপ্রবাহের কারণে গত রোববার (২১ এপ্রিল) থেকে পাঁচ দিনের জন্য দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়।