শিক্ষা
দেশে এখন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ ঘোষণা
চলমান তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কলেজে ক্লাস বন্ধ থাকবে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে।

এর আগে একই কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়। ফলে আগামী ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে গরম আরও বেড়ে যাওয়ার শঙ্কায় শুক্রবার তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে আগামীকাল রোববার রমজান ও ঈদের ছুটি শেষে তা খোলার কথা ছিল। তার আগেই আজ শনিবার দুই মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোর পক্ষ থেকে পৃথকভাবে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ (শনিবার, ২০ এপ্রিল)। যশোরে বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপরই রয়েছে মেহেরপুর ও চুয়াডাঙ্গা। এ দুই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

আজ বিকাল ৩টায় আবহাওয়া অধিদপ্তরের তাপমাত্রার রেকর্ডকৃত তথ্যে এই জানানো হয়েছে।

এছাড়া মোংলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ছিলো ২৮ শতাংশ। এছাড়া চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদী উপজেলায় তীব্র গরমে হিট স্ট্রোকে দুই জনের মৃত্যু হয়েছে।

ইএ