দেশে এখন
0

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে নিহত ২

ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২০ যাত্রী।

সকাল (মঙ্গলবার, ১৬ এপ্রিল) সাড়ে আটটার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুরে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস সকাল সাড়ে আটটার দিকে তারাকান্দার রামচন্দ্রপুরে পৌছলে শেরপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত বাস দুইটি সড়কের পাশে জমিতে পড়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ময়মনসিংহ-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে লাশ উদ্ধারের পর পুলিশের তৎপরতায় ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর