দেশে এখন
0

ঈদের দিন মোটর সাইকেল দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি

ঈদের দিন (বৃহস্পতিবার, ১১ এপ্রিল) সারাদেশের বিভিন্ন জায়গায় পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে।

পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত দুজন। বৃহস্পতিবার দুপুরে সোনাহার-দেবীগঞ্জ সড়কের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সীমান্ত সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার লেংগুড়া ইউনিয়নের চিংন্নী বাজার এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল চালকসহ তিনজন নিহত হয়।

একইদিন ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর দগড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। অন্যদিকে যশোরের মনিরামপুরের বেকারিতলায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেছে মনিরামপুর থানা পুলিশ। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও একজন।

রাজধানীরে গুলশানেও সড়ক দুর্ঘটনায় ইউনাইটেড হসপিটালের একজন কর্মচারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আরেকজনের অবস্থা আশংকাজনক।

এছাড়া নড়াইল ও চুয়াডাঙ্গায় বাইক দুর্ঘটনায় একজন করে নিহত হয়েছে।

উল্লেখ্য গতকাল রাত বারোটা থেকে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৮২ জন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৩০ জন মোটর সাইকেল দুর্ঘটনার শিকার।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর