ধর্ম
দেশে এখন
0

বায়তুল মোকাররমে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

হিজরি ১৪৪৫ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ (মঙ্গলবার, ৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসেছে।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মাগরিবের নামাজ শেষে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসা জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে জানাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

তাদের জাননোর জন্য নম্বর দেয়া হয়েছে। এ নম্বরগুলো হলো-০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। আর ফ্যাক্স নম্বর হলো- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এছাড়াও সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতেও অনুরোধ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সৌদি আরব ও মালেয়শিয়ার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল (বুধবার, ১০ এপ্রিল) ঈদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশ দু'টির সরকার। এতে করে সৌদি আরবে ৩০টি ও মালেয়শিয়ায় ২৯টি রোজার পরেই আগামীকাল অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এসএস