দেশে এখন
0

রুমায় সেনা অভিযানে ব্যাংক ক্যাশিয়ারসহ দুই কেএনএফ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের সহকারি ক্যাশিয়ারসহ কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ২ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, কেএনএফের পোশাক ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আজ (সোমবার, ৮ এপ্রিল) দুপুরে রুমার বেথেল পাড়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে একজনকে সোনালী ব্যাংকের সহকারি ক্যাশিয়ারের পরিচয় পাওয়া গেছে। তার নাম লালচিয়াম বম।

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলার সেনাবাহিনী জোনের অধিনায়ক লে. কর্নেল কে. এম আরাফাত আমীন।

তিনি জানান, আজ দুপুরে রুমার বেথেল পাড়া থেকে সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারসহ কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের আরও ২ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭ টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, কেএনএফের পোশাক ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এর আগে সকালে যৌথ বাহিনীর অভিযানে থানচি ও বান্দরবানের রেইলা চেকপোস্ট থেকে কেএনএফের তিন সদস্যসসহ ৪ জনকে আটক করা হয়।

গত মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। তারা টাকা লুট, কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। টাকার পাশাপাশি লুট করে বেশ কিছু অস্ত্র ও গুলি।

দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের নাম চলে আসে। যারা পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিত। এরই মধ্যে ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করেছে র‌্যাব। এ ছাড়া এ দুটি ঘটনায় মোট ছয়টি মামলা হয়েছে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বান্দরবান পরিদর্শনে যান। সেখানে তিনি বলেছেন, কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর প্রধানকে নির্দেশনা দিয়েছেন।

ইএ