দেশে এখন
আগুনে পুড়লো জুতা কারখানা, ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে ভয়াবহ আগুনে চায়না মালিকানাধীন রপ্তানিমুখী একটি জুতা কারখানা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নগরীর বায়েজিদ শিল্পাঞ্চলের রংদা ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।

জানালা দিয়ে বেরিয়ে আসতে থাকে আগুনের ধোঁয়া। পুড়ে যায় ভবনের দুইতলায় থাকা জুতার কারখানা। যেখানে রাখা ছিল জুতার সোল তৈরির নানা সরঞ্জাম ও আঠা। বায়েজিদ নাসিরাবাদ শিল্প এলাকায় রংদা ইন্টারন্যাশনাল নামে এই জুতার কারখানাটি চীনা মালিকানাধীন।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত, একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পুরো কারখানার চারপাশ ঘিরে জানালা দিয়ে পানি দেয়া শুরু করে বাহিনীর কর্মীরা। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, জুতার সোল ও আঠার কারণে আগুনের তীব্রতা দ্রুত বাড়ে। তবে সেটি দোতলার বাইরে খুব একটা ছড়ায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবদুল মালেক বলেন, 'আগুনের সূত্রপাত এখনো বুঝা যায়নি। যেহেতু এখানে আঠা জাতীয় বা প্লাস্টিক জাতীয় দ্রব্য আছে যে কারণে আগুন লেগেছে।'

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানাটি এখনও নির্মাণাধীন, পুরোপুরি উৎপাদনের কাজ শুরু হয়নি। ৭০ থেকে ৭৫ জন শ্রমিক কাজ করতো। তবে ছুটির দিন হওয়ায় ভেতরে কেউ ছিল না। ফলে বড় আগুন হলেও কেউ হতাহত হয়নি।

রংদা ইন্টারন্যাশনালের প্রশাসনিক কর্মকতা নিলুফার আক্তার বলেন, 'আজকে শুক্রবার থাকায় কারাখানা বন্ধ ছিল। শুধুমাত্র সিকিউরিটি গার্ড ছিল।  আর আগুন লাগার মতো মেশিনও নেই কারণ কারখানা এখনো রানিং হয়নি।'

চট্টগ্রামের বায়েজিদের এ শিল্পাঞ্চলে বিভিন্ন ধরনের শতাধিক কারখানা আছে।

ইএ