অপরাধ ও আদালত
দেশে এখন
0

ড. ইউনূসকে নিয়ে কূটনৈতিকদের সতর্কভাবে মন্তব্য করা উচিত: হাইকোর্ট

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিকদের মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের দণ্ডের রায় ও আদেশ স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।

আসামীদের আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (১৮ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

চারজনের দণ্ড স্থগিতের বৈধতা প্রশ্নে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি নিয়ে তা নিষ্পত্তি করা হয়। এর ফলে ড. ইউনূসসহ চারজনের ৬ মাসের সাজা ও অর্থদণ্ড স্থগিত থাকবে। শুধু তাদেরকে যে দোষী সাব্যস্থ করা হয়েছে তা বহাল থাকলো।

গত পহেলা জানুয়ারি ঢাকার শ্রম আদালত আসামিদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করে। এরপর তারা শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করে জামিন চান। বর্তমানে তারা জামিনে আছেন।

রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল এই আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। তৃতীয় শ্রম আদালতের দেওয়া রায় ৩ মার্চ পর্যন্ত স্থগিত করে চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

আসামিদের মধ্যে ড. ইউনূস ছাড়া বাকি তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর