দেশে এখন
0

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত

কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে বিজয় এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে উদ্ধারকাজ শুরু হয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস দুপুর দেড়টায় দিকে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার পৌঁছালে লাইন বাঁকা থাকায় বগিগুলো লাইনচ্যুত হয়ে যায়।

এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।

ঘটনা নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লেয়াকত আলী মজুমদার বলেন, ‘অতিরিক্ত টেম্পারেচারের কারণে দুই পাশে লাইন বাঁকা হয়ে গেছে।’ 

বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত। ছবি: এখন টিভি

ট্রেন চলাচল স্বাভাবিক করতে লাইন মেরামতের জন্য লাকসাম থেকে টুলস ভ্যান যাচ্ছে বলেও জানান তিনি।

কুমিল্লার দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ। তাপের কারণে রেললাইন বেঁকে দুর্ঘটনা কিনা, তা তদন্ত কমিটি দেখবে।’

বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত। ছবি: এখন টিভি

এদিকে লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি বলেন, ‘মাত্রই উদ্ধারকাজ শুরু হয়েছে। চট্টগ্রাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। প্রথমে একটি লাইন ক্লিয়ার করার চেষ্টা করা হবে। তাতে ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল শুরু করা যাবে। কিন্তু এতে কত সময় লাগবে তা এখনি বলা যাচ্ছে না।’

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর