এখন ভোট
দেশে এখন
0

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

জাতীয় সংসদ নির্বাচনের দুই মাসের মাথায় শনিবার (৯ মার্চ) সকাল থেকে চলে ময়মনসিংহ ও কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এরমধ্যে কুমিল্লায় নির্বাচন হচ্ছে শুধু মেয়র পদে আর ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ায় মেয়র ও কাউন্সিলর সবকয়টি পদে ভোট হয়। প্রতিটি কেন্দ্রেই ভোট হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম পদ্ধতিতে। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। তবে প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারের উপস্থিতি চোখে পরার মত।

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় নির্ধারিত সময়ে। মেয়র নির্বাচেনর পাশাপাশি পছন্দের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরকেও বেছে নেন ভোটাররা। এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই ভোট হচ্ছে ইভিএমএ। অনেকে প্রথমবারের মত ভোট দিতে পেরে খুশি।

ময়মনসিংহে নারী ভোটারের উপস্থিতি চোখে পরার মতো। ছবি: এখন টিভি

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারের আশাবাদী সবাই।

নগরীর ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে অধিকাংশই অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাঠপর্যায়ে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আনসার, বিজিবি ও র‌্যাব।

এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর পর শূন্য হয় এই আসন। সেখানেও নির্ধারিত সময় ১০৫টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। এই সিটিতে ইভিএমে ভোটগ্রহণের সুযোগ পান দুই লাখ ৪২ হাজার ভোটার।

এদিন সকাল থেকে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা ছিল বেশি। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নানা প্রত্যাশার কথা জানান ভোটাররা।

কুমিল্লায় ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ছবি: এখন টিভি

তবে নির্বাচনের একপর্যায়ে কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে বাস প্রতীক ও দেয়াল ঘড়ির নারী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে কিছু কেন্দ্রে।

এবারের নির্বাচনে চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগের পাশাপাশি জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা।

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনসহ সারাদেশে ২৩১টি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন ও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এসএস