রমজানে মার্কেটে রাতভর পাহারার ব্যবস্থা থাকবে

দেশে এখন
0

অগ্নি দুর্ঘটনা এড়াতে রমজানে সারারাত মার্কেটে পাহারার ব্যবস্থা করবে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ বুধবার (৬ মার্চ) সকালে রাজধানীর মৌচাক মার্কেটে অগ্নি নির্বাপন সামগ্রী স্থাপন ও প্রশিক্ষণ কর্মসূচিতে একথা বলেন সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন।

মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট ও সেন্ট্রাল পয়েন্টের দোকান মালিক ও কর্মচারীদের অগ্নি নির্বাপনের প্রশিক্ষণ দেয় ফায়ার সার্ভিস। প্রশিক্ষণের অংশ হিসাবে মার্কেটের প্রধান ফটকের সামনে নিরাপত্তা কর্মীদের অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহারের কৌশল শেখানো হয়।

এছাড়াও, অগ্নিকাণ্ডের সময় আহতদের কীভাবে উদ্ধার করতে হবে ও প্রাথমিক করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানে, দুর্নীতিমুক্ত অগ্নি নিরাপত্তা সনদ দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি আহবান জানান দোকান মালিক সমিতির সভাপতি।

সভাপতি হেলাল উদ্দিন আরও বলেন,'আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত মার্কেট কমিটিগুলো এই রমজান মাসে সারারাত পালাবদল করে হলেও আমরা পাহারার ব্যবস্থা করবো। যাতে কোনো কারণেই অগ্নিকান্ডের মত ঝুঁকি না আসে।'

ইএ