নতুন সাত প্রতিমন্ত্রী যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

দেশে এখন
0

শপথ গ্রহণের পর নতুন সাত প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার পরিকল্পনা প্রতিমন্ত্রী, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হয়েছেন। আর রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানকে অর্থ প্রতিমন্ত্রী, শামসুন নাহারকে শিক্ষা প্রতিমন্ত্রী, রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। যেখানে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে পূর্ণ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১১ জন ছিলেন। এবার মন্ত্রিসভায় আরও ৭ জন প্রতিমন্ত্রী যুক্ত হলেন।