‘উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা হবে’

দেশে এখন
0

জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য বিএনপি বা যেকোন দলের কর্মসূচিকে স্বাগত জানানো হবে। তবে কর্মসূচির নামে ধংসাত্মক কাজ করলে কঠোরভাবে তাদের দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এর আগে সকালে সিলেট নগরীর সাগরদিঘীর পাড় এলাকায় নবনির্মিত ওয়াকওয়ে ঘুরে দেখেন মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, উন্নয়ন ও দুর্নীতি নিয়ে তার ভুল বক্তব্য প্রচার হচ্ছে। উন্নয়নের সঙ্গে দুর্নীতি হতে পারে তবে উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা হবে।

আর যখনই দুর্নীতি চিহ্নিত হবে, তখনই তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও জানান মন্ত্রী।