দেশে এখন
0

রাবিতে নির্মাণাধীন হলের ভবনে ধস, আহত ৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হলের ভবনের ছাদ ধসে আহত হয়েছেন আটজন শ্রমিক। গুরুতর আহত ৩ জন এখনো ভর্তি আছেন রাজশাহী মেডিকেলে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের এএইচএম কামারুজ্জামান হলে এ ধসের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ভবনের ছাদ ঢালাইয়ের অল্পকিছু কাজ বাকি থাকায় ছাদটি ধসে পড়ে। এতে চাপা পড়ে ৮ শ্রমিক।

তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে জরুরি বিভাগে পাঠানো হয়। পরে বাকিদেরও পাঠানো হয় চিকিৎসার জন্য।

আহত সিহাব জানান ঢালাইয়ের কাজ অল্প বাকি ছিল। ৯ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের বাকি কাজ করছিলেন। সেসময় হঠাৎই ছাদ ধসে পড়ে।

হতাহতের আশঙ্কায় ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের চারটি টিম। পরে আরও চারটি টিম যুক্ত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ওয়াহেদুর রহমান বলেন, '১২টা ১৫ মিনিটে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ধসের খবর পাই। আমাদের মোট ৮টা ইউনিট কাজ করতেছে।

ঘটনাস্থল পরিদর্শনে করে ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন গাফিলতি ছিলো কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক।

বলেন, 'আমার মূল বিষয় এখানে কাজ ঠিকমতো হচ্ছে কিনা। এখানে যদি গাফিলতি থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিকভাবে যা যা ব্যবস্থা নেওয়ার তা নিবে।'

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর