পুরস্কার পাওয়া করদাতারা বলছেন, তারা উৎসাহিত হয়েছেন এই সম্মাননায়।
ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশের প্রধান আর্থিক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন বলেন, 'ইসলামী ব্যাংক পিএলসি জন্মলগ্ন থেকেই দেশের সার্বিক উন্নয়নের ধারাকে বেগবান রাখতে এবং সরকারের চলমান পরিকল্পনার সাথে ঐক্যতান রেখে কাজ করে যাচ্ছে।'
অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ দীদারুল ইসলাম বলেন, 'অগ্রণী ব্যাংকে কাজ করছি। আমি আমার কাজটা ভালো করে করার চেষ্টা করেছি। যেহেতু সম্মাননা পেয়ে গেছি তাই এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।'
এলটিইউয়ের সেবা ও আধুনিকায়ন প্রসঙ্গে অংশীজনরা কর আহরণ ব্যবস্থাপনা পুরোপুরি অটোমেশনের পরামর্শ দেন।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিএফও এম হাবিবুর রহমান চৌধুরী বলেন, 'অটোমেশনে তাদের আরও অনেক এগোতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগোতে পারলে অনেক বেশি কার্যকর হবে।'
সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। এলটিইউ-কে আরও করদাতাবান্ধব করার কথা বলেন তারা।
আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম সরওয়ান বলেন, 'এখানে একটা সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গি আছে। তারা সামাজিকভাবেও সম্পৃক্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারটাও আমার ভালো লেগেছে।'
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেন, 'স্মার্ট এবং উন্নত বাংলাদেশের স্বপ্ন একদিন আমাদের ঘরের দরজায় উপস্থিত হবে।'
বৃহৎ করদাতা ইউনিটে এবার ব্যাংকগুলোর মধ্যে সেরা হয়েছে ইসলামী ব্যাংক, ব্যাংকি বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-ইডকল, বিমায় মেটলাইফ বাংলাদেশ, টেলিকমিউনিকেশনে গ্রামীন ফোন, সেবায় পিজিসিবিএল, প্রকৌশলে বিএসআরএম, খাদ্যে নেসলে বাংলাদেশ, জ্বালানিতে তিতাস গ্যাস, স্পিনিং টেক্সটাইলে স্কয়ার টেক্সাটাইল, ওষুধ রসায়নে স্কয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানি সেরা নির্বাচিত হয়েছে।