দেশে এখন
0

শেষ হয়নি বাণিজ্য মেলার স্টল নির্মাণ, বাকি ২৪ ঘণ্টারও কম

আগামীকাল রবিবার (২১ জানুয়ারি) শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। মাত্র একদিন বাকি থাকলেও এখনও শেষ হয়নি মেলার সব প্রস্তুতি।

হঠাৎ তারিখ ঘোষণা হওয়ায় মেলার শেষ সময়ের প্রস্তুতি চলছে জোরেশোরে। হাতুড়ির ঠকঠক শব্দ আর রং-তুলির আঁচড়ে সেজে উঠছে মেলার অবয়ব।

বাণিজ্য মেলার শেষ মূহুর্তের কাজ চলছে। ছবি: ঢাকা।

মেলার কন্ট্রোল রুমের সাজসজ্জা আর হলরুম জুড়ে স্টল-প্যাভিলিয়ন তৈরির ব্যস্ততা বলে দিচ্ছে মেলা শুরু হতে দেরি নেই। সাধারণত ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে পিছিয়েছে সে তারিখ। সব শঙ্কা পেরিয়ে ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বাণিজ্য মেলার দ্বার। আর মেলা চলবে এক মাস। আয়োজক ইপিবি নির্ধারিত সময়ের আগেই মেলার সব কাজ শেষ করতে মরিয়া।

মেলায় এবার ৯ ক্যাটাগরিতে প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ৭২টি, ২৩০টি স্টল আর ৩০টি রেস্তোরাঁর জন্য স্থান বরাদ্দ দিয়েছে ইপিবি। যেখানে একেকটি প্যাভিলিয়ন পেতে ১১ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত গুণতে হয়েছে উদ্যোক্তা-ব্যবসায়ীদের। স্টলে ৩ থেকে সাড়ে ৪ লাখ টাকা আর রেস্তোরাঁ নিতে গুনতে হয়েছে ৩ লাখ ৩০ হাজার থেকে ১৭ লাখ টাকা।

গত ৭ জানুয়ারি এসব স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শেষ হলেও উদ্বোধনের তারিখ নিয়ে ছিল ধোঁয়াশা। হঠাৎ তারিখ ঘোষণায় কাজ শেষ করা নিয়ে অনেকেই রয়েছেন সংশয়ে।

দিল্লি অ্যালুমিনিয়াম লিমিটেডের ম্যানেজার মো. আবু বক্কর বলেন, '২১ জানুয়ারি মেলা উদ্বোধন হওয়ার ঘোষণা দিয়েছে। আমাদের কাজ এখন শেষের দিকে। নির্বাচনের কারণে সংশয় সবারই ছিল। সে শঙ্কা কেটে যাওয়ায় আশা করি আমাদের ব্যবসা ভালো হবে। অন্য বছরের তুলনায় এ বছর ভালো ব্যবসা হওয়ার প্রত্যাশা আমাদের।'

মেলার ২৮তম এ আসরে বিদেশিদের জন্য থাকবে ১৫টি প্যাভিলিয়ন। যার বরাদ্দদর ৭ হাজার থেকে ১৯ হাজার মার্কিন ডলার। সিঙ্গাপুর, হংকং, তুর্কিয়েসহ প্রায় ১২টি দেশ মেলায় অংশ নেবে বলে জানিয়েছে ইপিবি। এছাড়া ইউটিলিটি সার্ভিস বুথের পাশাপাশি মেলায় ৭টি এটিএম বুথ থাকবে।

মেলায় প্রবেশ মূল্য বড়দের জন্য ৪০ টাকা আর ছোটদের জন্য ২০টাকা নির্ধারণ করেছে ইপিবি।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর