দেশে এখন
0

২১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হবে

আগামী ২১ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত হবে এ মেলা। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক-১ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, '২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। প্রতিবছরের ন্যায় এক মাসব্যাপী চলবে এ মেলা।'

প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর বাণিজ্য মেলা শুরুর সময় পেছানো হয়েছে।

মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। এর আগে শহরের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বিবিসিএফইসি কেন্দ্রে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

১৯৯৫ সাল থেকে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর